কান চলচ্চিত্র উৎসব ২০১৯: শরীরি আবেদনে দীপিকা, প্রিয়াঙ্কাকেও পিছনে ফেললেন হিনা!

May 17, 2019, 17:14 PM IST
1/6

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দীপিকা, প্রিয়াঙ্কা, কঙ্গনার পাশাপাশি নজর কাড়লেন  ছোট পর্দার অভিনেত্রী হিনা খান। 

2/6

ডিজাইনার জাইদ নাকাদ এর ডিজাইন করা সিমারি স্টোন ওয়ার্ক গাউনে কান এর রেড কার্পেটে ডেবিউ করেন হিনা। 

3/6

কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে হিনা খান অভিনীত শর্ট ফিল্ম 'লাইনস'।

4/6

কার্গিল যুদ্ধের পটভূমিতে তৈরি এই শর্ট ফিল্মের স্ক্রিনিংয়ের জন্যই কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন হিনা। 

5/6

বুধবার প্রদর্শিত হয় হিনা খান অভিনীত শর্ট ফিল্ম 'লাইনস'। 

6/6

রিয়েলিটি শো বিগ-বস এর মাধ্যমেই প্রচারের আলোয় আসেন হিনা। এই মুহূর্তে তাঁকে একতা কাপুরের কসৌটি জিন্দেগি কী ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে।