ফিরে এসো চাকা? বাংলার শেষ কাঠের বাস, ১০০ বছরের পুরনো বাসরুট...
BUS যাত্রা 2023: যে কোনও শহরেরই পরিবহণ ব্যবস্থা সেই শহরের একটা নিবিড় ইতিহাসকে ধারণ করে। সেই শহরের সংস্কৃতি, তার জীবনযাপন, তার রুচি, দৈনন্দিন জীবন সম্পর্কে তার অ্যাপ্রোচ সব কিছুই সেখানে ছায়া ফেলে যায়। ফলে পরিবহণের ইতিহাসটাও খুব জরুরি। আগামী রবিবার, ৯ জুলাই সেই ইতিহাসের দিকেই ফিরে তাকানো হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে কোনও শহরেরই পরিবহণ ব্যবস্থা সেই শহরের একটা নিবিড় ইতিহাসকে ধারণ করে। সেই শহরের সংস্কৃতি, তার জীবনযাপন, তার রুচি, দৈনন্দিন জীবন সম্পর্কে তার অ্যাপ্রোচ সব কিছুই সেখানে ছায়া ফেলে যায়। ফলে পরিবহণের ইতিহাসটাও খুব জরুরি। যেটাকে সচরাচর অত জরুরি বলে দেখা হয় না। কিন্তু সকলেই সেই মনোভাব পোষণ করে না। যেমন করে না 'কলকাতা বাস-ও-পিডিয়া'। সম্প্রতি তারা পরিবহণের সংস্কৃতি ও পরিবহণের ইতিহাসকে ধরে রাখার একটা পরিকল্পনা করেছে। খুবই অভিনব সেই ভাবনা। আয়োজনে আছেন সৌভিক মুখোপাধ্যায়, অনিকেত বন্দ্যোপাধ্যায়, অর্ণব রায় প্রমুখ।