আয়কর দাতাদের জন্য বড়খবর, IT রিটার্ন দাখিলের সময়সীমা অনেকটাই বাড়াল কেন্দ্র

Oct 24, 2020, 16:54 PM IST
1/5

দেশের করদাতাদের জন্য বড় খবর। ২০১৯-২০ আর্থিক বছরে আয়কর জমা দেওয়ার সময়সীমার বাড়াল কেন্দ্র।

2/5

শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করেছে ব্যক্তিগত করদাতারা তাদের আইটি রিটার্ন জমা দিতে পারবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত।

3/5

যেসব করদাতাদের অ্যাকাউন্ট অডিট করতে হবে তাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা করা হয়েছে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।

4/5

উল্লেখ্য, মে মাসে এই আর্থিক বছরের জন্য আয়কর জমা দেওয়ার সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর করেছিল কেন্দ্র।  

5/5

সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে, 'আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ বাড়িতে ৩১ ডিসেম্বর ২০২০ করা হল।'