পুজোর আগেই সুখবর! স্বল্প সঞ্চয়ে সুদ বাড়াল কেন্দ্র

Sep 20, 2018, 13:59 PM IST
1/5

1

1

বৃহস্পতিবার স্বল্প সঞ্চয় প্রকল্পে ০.৪ শতাংশ সুদ বাড়াল কেন্দ্র। এর ফলে পিপিএফ, এনএসসি, কিষাণ বিকাশ পত্র এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের মতো প্রকল্পের সুদের হার কিছুটা বাড়ল।

2/5

2

2

অর্থমন্ত্রকের ঘোষণা অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর এই সময়সীমায় স্বল্প সঞ্চয়ে সুদের হার ০.৪ শতাংশ বাড়ানো হচ্ছে।

3/5

3

3

অর্থমন্ত্রকের এই ঘোষণা অনুযায়ী, এখন থেকে পিপিএফে সুদের হার ৭.৬ শতাংশ থেকে বেড়ে হল ৮ শতাংশ আর সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের সুদের হার বেড়ে হল ৮.৫ শতাংশ।

4/5

4

4

অর্থমন্ত্রকের এই ঘোষণা অনুযায়ী, এখন থেকে এনএসসি-তে সুদের হার ৭.৬ শতাংশ থেকে বেড়ে হল ৮ শতাংশ। কিষাণ বিকাশ পত্রের সুদের হার হল ৭.৭ শতাংশ।

5/5

5

5

অর্থমন্ত্রক সুত্রে খবর, কিষাণ বিকাশ পত্রের মেয়াদ সম্পূর্ণ হওয়ার সময়সীমাও কমানো হয়েছে। ১ অক্টোবর থেকে ১১৮ মাসের বদলে ১১২ মাসে কিষাণ বিকাশ পত্রের মেয়ার সম্পূর্ণ হবে।