Chaitra Samkranti: 'সাইকেলকালী' দেখেছেন? চৈত্রসংক্রান্তির তপ্ত দিনে সাইকেল চেপে ঘুরলেন তিনি!

কালী, শিব, পার্বতী-সহ বিভিন্ন দেবদেবীর সাজে ঘুরে বেড়াচ্ছে স্কুলপড়ুয়ারা।

| Apr 14, 2022, 16:48 PM IST

চৈত্রসংক্রান্তি শুধু ধর্মের বিষয় নয়, এতে মিশেছে লোকাচার, লোকসংস্কৃতি, সামাজিকতার নানা বিষয়। এই সময়টায় শিবের পুজোর পাশাপাশি চড়কপুজো করা হয়, চৈত্রসংক্রান্তি পালিত হয়, গাজনের সন্ন্যাসীরা নানা নিয়মকানুন পালন করে থাকেন। 

1/6

লোকাচার

চৈত্রসংক্রান্তি শুধু ধর্মের বিষয় নয়, এতে মিশেছে লোকাচার, লোকসংস্কৃতি, সামাজিকতার নানা বিষয়। এই সময়টায় শিবের পুজোর পাশাপাশি চড়কপুজো করা হয়, চৈত্রসংক্রান্তি পালিত হয়, গাজনের সন্ন্যাসীরা নানা নিয়মকানুন পালন করে থাকেন। 

2/6

চৈত্র মাসের শেষ দিনে

আজ, বৃহস্পতিবার চৈত্র মাসের শেষ দিনে চড়কপুজোয় মেতে উঠেছে‌ গ্রাম বাংলা। 

3/6

জলপাইগুড়ি শহরে

জলপাইগুড়ি শহরের তিস্তাপাড়-সংলগ্ন সুকান্তনগর পল্লী, বিবেকানন্দনগর পল্লী-সহ বিভিন্ন এলাকায়, পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা কলোনি এবং শহরের নেতাজিপাড়া সংলগ্ন এলাকা-সহ বিভিন্ন এলাকায় চড়কের এক মজার ছবি দেখা গেল।   

4/6

আনন্দে

স্কুলের ছেলেরাও মেতে উঠেছে এই আনন্দে। স্কুলপড়ুয়া এই ছেলেরা এই উপলক্ষে কালী, শিব, পার্বতী-সহ বিভিন্ন দেবদেবীর সাজে ঘুরে বেড়াচ্ছে। গাজন নাচে মেতে ওঠে।

5/6

চড়কপুজো

চড়ক পুজোর উপলক্ষে তারা বাড়ি-বাড়ি গিয়ে চাল-ডাল ও টাকা সংগ্রহ করে। তবে সংগ্রহ করা সবকিছু‌ই পুজোর কাজেই লাগানো হয়।

6/6

গাজনে

বিভিন্ন দেবদেবীর বেশে তারা গাজনে নাচতে থাকে। দেবদেবীর ভঙ্গি ও নাচ দেখিয়ে তাদের আনন্দ হয় বলেই জানায় তারা।