কলকাতায় এসে মমতাকে এই 'ঈশ্বরে'র মূর্তি উপহার চন্দ্রবাবুর

Nov 19, 2018, 21:10 PM IST
1/8

নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু

babu_8

মোদী বিরোধীদের একাসনে আনতে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু। বাংলার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন উপহার।

2/8

নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু

babu_7

বাংলার মুখ্যমন্ত্রীকে গোলাপফুলের তোড়া ও শাল দিয়ে বরণ করেন চন্দ্রবাবু।

3/8

নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু

babu_6

এরপর মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন একটি উপহারের বাক্স।

4/8

নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু

babu_5

এতেই শেষ নয়, মুখ্যমন্ত্রীকে বালাজির মূর্তি উপহার দেন নাইডু। 

5/8

নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু

babu_4

এনডিএ জোট ছাড়ার পর এনডিএ বিরোধী দলগুলিকে একমঞ্চে আনার চেষ্টা চালাচ্ছেন চন্দ্রবাবু নাইডু। সোমবার মমতার সঙ্গে বৈঠক করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। 

6/8

নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু

babu_3

বৈঠক শেষে চন্দ্রবাবু বলেন,''দেশ বাঁচাতে হবে। গণতন্ত্র বাঁচাতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে হবে। সিবিআই, ইডি, আয়কর বিভাগ, আরবিআই বা ক্যাগ- প্রতিটি প্রতিষ্ঠানই বিপদের মুখে। নোট বাতিল একটা বড় ভুল। মুদ্রাস্ফীতি ও পেট্রোল ডিজেলের দাম লাগামছাড়া। দেশজুড়ে বাড়ছে অসহিষ্ণুতা। সংখ্যালঘুরা আশঙ্কিত। এমনকি রাজনীতিকদের সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। আমাদের দেশ বাঁচাতে হবে। প্রথম থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়''।

7/8

নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু

babu_2

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,''দেশের স্বার্থে জোট নিয়ে আলোচনা হয়েছে। দেশের স্বার্থে আলোচনা করছি। বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট আমরা। দেশ বাঁচাতে হবে। ডিসেম্বরে বিরোধী জোটের বৈঠকে ভবিষ্যত কর্মপন্থা স্থির হবে''।

8/8

নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু

babu_1

বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদের দাবিদার কে? চন্দ্রবাবুকে এহেন প্রশ্ন করেন সাংবাদিকরা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর রা কাটার আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিরোধী শিবিরের সকলেই মুখ হতে পারেন। তবে নরেন্দ্র মোদীর তুলনায় বিরোধী জোটের নেতাদের যোগ্যতা যে বেশি, তা মনে করিয়ে দেন চন্দ্রবাবু। বলেন, ''নরেন্দ্র মোদীর তুলনায় আমরা সিনিয়র। সবার অভিজ্ঞতা রয়েছে। মোদীর চেয়ে ভাল পারফরম্যান্সও''।