1/8
নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু
2/8
নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু
photos
TRENDING NOW
5/8
নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু
6/8
নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু
বৈঠক শেষে চন্দ্রবাবু বলেন,''দেশ বাঁচাতে হবে। গণতন্ত্র বাঁচাতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে হবে। সিবিআই, ইডি, আয়কর বিভাগ, আরবিআই বা ক্যাগ- প্রতিটি প্রতিষ্ঠানই বিপদের মুখে। নোট বাতিল একটা বড় ভুল। মুদ্রাস্ফীতি ও পেট্রোল ডিজেলের দাম লাগামছাড়া। দেশজুড়ে বাড়ছে অসহিষ্ণুতা। সংখ্যালঘুরা আশঙ্কিত। এমনকি রাজনীতিকদের সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। আমাদের দেশ বাঁচাতে হবে। প্রথম থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়''।
7/8
নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু
8/8
নবান্নে উপহার নিয়ে চন্দ্রবাবু
বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদের দাবিদার কে? চন্দ্রবাবুকে এহেন প্রশ্ন করেন সাংবাদিকরা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর রা কাটার আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিরোধী শিবিরের সকলেই মুখ হতে পারেন। তবে নরেন্দ্র মোদীর তুলনায় বিরোধী জোটের নেতাদের যোগ্যতা যে বেশি, তা মনে করিয়ে দেন চন্দ্রবাবু। বলেন, ''নরেন্দ্র মোদীর তুলনায় আমরা সিনিয়র। সবার অভিজ্ঞতা রয়েছে। মোদীর চেয়ে ভাল পারফরম্যান্সও''।
photos