Chandrayaan 3: চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ? সত্যিটা জানুন

Aug 25, 2023, 16:56 PM IST
1/7

চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ?

Chandrayaan 3 National Emblem Ashoka Stambha

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। যে ছবি শেয়ার করে দাবি করা হয়েছে যে, চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞানের চাকা থেকে অশোক স্তম্ভের ছাপ পড়ছে।   

2/7

চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ?

Chandrayaan 3 National Emblem Ashoka Stambha

কিন্তু সত্যিই কি এমনটা হয়েছে? এই ছবি কি আদৌ ইসরোর তরফে প্রকাশ করা হয়েছে? জেনে নিন সত্যিটা।  

3/7

চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ?

Chandrayaan 3 National Emblem Ashoka Stambha

চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম ল্যান্ডারের অবতরণের পর পেটের ভিতর থেকে নেমে আসে রোভার প্রজ্ঞান।   

4/7

চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ?

Chandrayaan 3 National Emblem Ashoka Stambha

ইতিমধ্যেই রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে কাজ শুরু করে দিয়েছে। প্রজ্ঞানের পাঠানো এই ছবি সামনে এনেছে ইসরো।   

5/7

চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ?

Chandrayaan 3 National Emblem Ashoka Stambha

প্রজ্ঞানের চাকার ছাপ বলে অশোক স্তম্ভের ছাপযুক্ত যে ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল, তা আসলে সত্যি নয়।   

6/7

চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ?

Chandrayaan 3 National Emblem Ashoka Stambha

এমনকি এই ছবিটাও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। যা কিনা আসলে কম্পিউটারের কারসাজি। কম্পিউটারে বানানো এই ছবি।  

7/7

চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ?

Chandrayaan 3 National Emblem Ashoka Stambha

আসলে চন্দ্রপৃষ্ঠের ছবিটা এমন। দক্ষিণ মেরুতে চাঁদের মাটিকে এমনই দেখতে!