চাঁচলে রাহুলের সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোঁড়াছুঁড়ি
মালদার চাঁচলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সভা ঘিরে চরম বিশৃঙ্খলা।
রাহুল গান্ধির সভা উপলক্ষে চাঁচলের কলমবাগানের মাঠে এদিন বহু মানুষের জমায়েত হয়। ভিড়ে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম হয়।
সমর্থকদের নিজেদের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ি করতে দেখা যায়। অভিযোগ, সভাস্থলে পর্যাপ্ত পুলিস ছিল না।
মাঠে নেমে সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন দীপা দাসমুন্সি। মাইকিং করে ভিড় শান্ত করার চেষ্টা করা হয়।
মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরির সমর্থনে জনসভায় যোগ দিতে আজ চাঁচলে এসেছেন রাহুল গান্ধী।