ছত্তিসগড়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে এবার কুর্মি নেতা, জানুন ভূপেশ বাঘেল সম্পর্কে ৫ তথ্য
Dec 16, 2018, 16:53 PM IST
1/6
s 6
বহু জলঘোলার পর ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেশ বাঘেলকে বেছে নিল কংগ্রসে। শেষপর্যন্ত তিনি পেছনে ফেলে দিলেন দলের তিন নেতা টি এস সিংদেও, তাম্রধ্বজ সাহু ও চরণ দাস মহন্তকে। কিন্তু কে এই ভূপেশ বাঘেল!
2/6
S 5
দলের রাজ্য সভাপতি। রাজ্যে বিজেপিকে উত্খাত করতে বড় ভূমিকা ছিল বাঘেলের।
photos
TRENDING NOW
3/6
S 4
কুর্মি সম্প্রদায়ের এই নেতা রাজ্যে ওবিসি ভোটব্যাঙ্কের একজন পরিচিত মুখ। প্রসঙ্গত ছত্তিসগড়ের ২.৫৫ কোটি জনসংখ্যার ৫২ শতাংশই ওবিসি।
4/6
S 3
পাঁচবারের বিধায়ক বাঘেল এবার নির্বাচিত হয়েছে ডাং জেলার পাটান কেন্দ্র থেকে। অজিত যোগী সরকারে তিনি ছিলেন শুল্ক দফতরের মন্ত্রী।
5/6
S 2
মধ্যপ্রদেশে বিধানসভায় তিনি প্রথম নির্বাচিত হন ১৯৯৩ সালে। রাজ্যে কম খরচে বিয়েতে উত্সাহ দিতে তাঁর যথেষ্ট অবদান রয়েছে।
6/6
s 1
বিজেপির এক মন্ত্রীর বিরুদ্ধে একটি আপত্তিকর সিডি ছড়িয়ে দেওয়ার অভিযোগ কিছুদিন জেলেও খেটেছেন বাঘেল।