Chicken Price: মন খুলে মুরগি খাও! একলাফে ১০০ টাকারও বেশি দাম কমল চিকেনের...

Chicken Price dropped in Kolkata Market: চিকেনপ্রেমীদের জন্য এবার সুসংবাদ। বাজারে গেলে বড়সড় স্বস্তি চিকেনপ্রেমীদের জন্য।

| Jul 29, 2024, 14:31 PM IST
1/7

দাম কমল চিকেনের!

Chicken Price dropped

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার বাজারে মুরগির মাংসের দামে বড়সড় পতন! একলাফে ১০০ থেকে ১২০ টাকা কমল মুরগির মাংসের দাম।

2/7

দাম কমল চিকেনের!

Chicken Price dropped

বিগত ১০ দিনে স্কিন ছাড়া মুরগির মাংসের দাম কেজি প্রতি কমেছে ১০০ থেকে ১২০ টাকা। দাম কমেছে স্কিন সমেত চিকেনেরও। 

3/7

দাম কমল চিকেনের!

Chicken Price dropped

স্কিম সমেত মুরগির মাংসের দাম কমেছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা। এরফলে বড়সড় স্বস্তি মিলেছে চিকেনপ্রেমীদের। 

4/7

দাম কমল চিকেনের!

Chicken Price dropped

দাম কমার পিছনে রয়েছে একাধিক কারণ। যেমন, গরম কমে যাওয়া ও 'শ্রাবণ' মাস উপলক্ষে বেশ কিছু সম্প্রদায়ের নিরামিশাষী হয়ে যাওয়া ও আগামী কয়েক সপ্তাহে বড় কোনও উত্‍সব না থাকা।

5/7

দাম কমল চিকেনের!

Chicken Price dropped

ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন রবিবার চিকেনের দাম ঘোষণা করতেই মেলে বড়সড় স্বস্তি। উল্লেখ্য, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই ড্রেসড চিকেন বিক্রি হয়েছে ৩০০ টাকা প্রতি কেজি আর হোল চিকেনের দাম ছিল ১৮০ টাকা প্রতি কেজি।

6/7

দাম কমল চিকেনের!

Chicken Price dropped

সেই ড্রেসড চিকেনেরই রবিবার দাম ছিল ১৮০-১৯০ টাকা প্রতি কেজি। আর হোল চিকেনের দাম ছিল ১১০-১২০ টাকা প্রতি কেজি।

7/7

দাম কমল চিকেনের!

Chicken Price dropped

উল্লেখ্য, কদিন আগেই 'পুলিসি' তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্মঘট ডেকেছিল মুরগি সরবরাহকারী ডিলাররা। ফলে তখন বাজারে মুরগি মাংসের যোগান কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। আশঙ্কা ছিল দাম আরও বাড়ারও।