নিজস্ব প্রতিবেদন : করোনার বিরুদ্ধে যুদ্ধে বড় খবর। এবার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও করোনা টিকায় ছাড়পত্র দিল FDA। Pfizer-BioNTech-এর টিকাকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাকরণের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।
2/5
ক্লিনিক্যাল ট্রায়ালে আগেই প্রমাণিত হয় যে Pfizer-BioNTech এর টিকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের উপর ৯০.৭ শতাংশ অর্থাত্ প্রায় ৯১ শতাংশ কার্যকরী। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। এই টিকাকরণের ফলে শিশুদের হার্টেও কোনও অসুবিধা হবে না বলেও আশ্বস্ত করেন বিজ্ঞানীরা।
photos
TRENDING NOW
3/5
তারপরই টিকাকরণের ছাড়পত্রের জন্য সকল নথিপত্র FDA-এর কাছে জমা দেয় Pfizer। এবার জনসাধারণের জন্য মিলল সম্মতি। পরের সপ্তাহ থেকেই শিশুদের টিকাকরণ শুরু হয়ে যেতে পারে।
4/5
প্রসঙ্গত, ক্লিনিক্যাল ট্রায়ালে প্রত্যেক শিশুকেই ১০ মাইক্রোগ্রাম ভ্যাকসিনের ২টো করে শট দেওয়া হয়। জানা গিয়েছে, শিশুদের ক্ষেত্রে কিশোর ও বড়দের দেওয়া ভ্যাকসিনের পরিমাণের এক-তৃতীয়াংশ দেওয়া হবে।
5/5
উল্লেখ্য, ভারতে ২ থেকে ১৮ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের টিকাকরণের জন্য ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে এক্সপার্ট কমিটি।