মসজিদ ভেঙে তৈরি করা হল শৌচালয়! প্রতিবেশী দেশে হইচই কাণ্ড

Aug 19, 2020, 19:49 PM IST
1/5

চিনের শিং জিয়ান প্রদেশে মসজদি ভেঙে শৌচালয় বানানোর অভিযোগ উঠল কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে। বহু বছর ধরেই চিনের উইঘুর মুসলিমদের প্রতি সেই দেশের সরকারের অন্যায়-অবিচারের অভিযোগ উঠছে।

2/5

শিং জিয়ান প্রদেশের অতুলে শুনতাঘ গ্রামে টোকুল মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয় সরকার। তার পর সেখানেই তৈরি করা হয় শৌচালয়। মুসলিম সম্প্রদায়ের মানুষদের মানসিক ধাক্কা দিতেই চিন সরকার এমন নক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।  

3/5

চিনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করার জন্য এর আগেও সেখানে বহু মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে চিনের কমিউনিস্ট সরকার। এরই মধ্যে শিং জিয়ানের তিনটির মধ্যে দুটি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে।  

4/5

মসজিদের জায়গায় শৌচালয় বানিয়ে রেখে দিয়েছে চিন সরকার। সেই শৌচালয় জনসাধারণের ব্যবহারের জন্য এখনও খুলে দেওয়া হয়নি। সরকার জানিয়েছে, ওই এলাকায় পর্যটকদের আনাগোনা থাকে। তাই শৌচালয়ের প্রয়োজন ছিল। সেখানকার মুসলিম ধর্মাবলম্বীরা জানিয়েছেন, ওই এলাকায় পর্যটকরা আসেন না। সরকারের দাবি মিথ্যে।

5/5

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মসজিদ ভাঙার পর জায়গা ফাঁকা রাখলে প্রশন উঠত। এমনকী আন্তর্জাতিক মিডিয়া ওই জায়গায় এসে রিপোর্ট করতে পারত। তাই তড়িঘড়ি সেখানে শৌচালয় বানিয়েছে চিন সরকার।