করোনা আবহে এইচডিএফসি-র শেয়ার কিনল চিনের শীর্ষ ব্যাঙ্ক

Apr 12, 2020, 19:00 PM IST
1/5

এইচডিএফসি-এর ১.০১ শতাংশ শেয়ার কিনল পিপলস্ ব্যাঙ্ক অফ চায়না। গত কোয়ার্টারের শেষে এইচডিএফসির প্রায় ১.৭৫ কোটি শেয়ার কিনেছে চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

2/5

 গত এক মাস ধরে শেয়ার বাজারে এইচডিএফসির গ্রাফ ক্রমশই নিম্নমুখী হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় ২৫ শতাংশ পতন হয়েছে এইচডিএফসি-র শেয়ারের দামের।

3/5

তবে, এই প্রথম এইচডিএফসি-র অংশীদারিত্বে পিপলস ব্যাঙ্ক অফ চায়না ভাগ বসাল না। এর আগেও এইচডিএফসি-র ০.৮ শতাংশ অংশীদার ছিল পিপলস ব্যাঙ্ক অফ চায়না।

4/5

এইচডিএফসি-তে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের ৭০.৮৮ শতাংশ শেয়ার রয়েছে। তার মধ্যে সিঙ্গাপুর সরকারেরও ৩.২৩ শতাংশ শেয়ার রয়েছে।

5/5

এইচডিএফসি ছাড়াও বিশ্বের বিভিন্ন বৃহত্ সংস্থায় বিনিয়োগ রয়েছে পিপলস ব্যাঙ্ক অফ চায়নার।