1/6
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
6/6
গত এপ্রিলে নেপাল মাউন্ট এভারেস্ট বিদেশিদের জন্য খুলে দেওয়া হয়। আর দেরি করেন না ঝাং। ঠিক করে নেন, এই মরসুমেই বেরিয়ে পড়বেন। এভারেস্ট আরোহণের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরে ঝাং বলেন, ওঠার সময় তিনি খুবই ভয় পাচ্ছিলেন। মাঝেমধ্যে পড়েও যাচ্ছিলেন। তবে সব প্রতিকূলতা পার হয়েই এগিয়ে যেতে পারেন। তখনও তাঁর মনে কাজ করছে এরিকের প্রেরণা। এই Eric Weihenmayer-ই পৃথিবীর ইতিহাসে বিপ্লব ঘটালেন। তিনি অন্তত এটা মানুষকে বোঝাতে পারলেন, দৃষ্টি না থাকলেও পাহাড়ে চড়া যায়।
photos