মারণ অস্ত্র 'গুয়ানদাও ব্লেড' হাতে নিয়ে তৈরি চিনা সেনা জওয়ানরা, ফের সংঘর্ষের আশঙ্কা

Sep 09, 2020, 18:29 PM IST
1/5

গালওয়ান উপত্যকা কাণ্ডে পুনরাবৃত্তি হতে পারে এবার লাদাখের প্যাঙ্গন লেকের দক্ষিণ প্রান্তে। ৩০ অগাস্ট থেকে থেকে ওই অঞ্চলের কয়েকটি পাহাড় দখল করতে চাইছে চিনা সেনা। 

2/5

ভারতীয় সেনা জওয়ানরা ওই অঞ্চল দখলে রেখেছে। তবে ওই অঞ্চলে চিনা সেনাদের মারণ অস্ত্র 'গুয়ানদাও ব্লেড' হাতে দেখা গিয়েছে। ইতিমধ্যে চিনা সেনার জমায়েতের কিছু ছবিও প্রকাশ পেয়েছে। 

3/5

চুক্তি অনুযায়ী ভারত-চিন সীমান্তে গোলাগুলি চলেনি এত বছর। তবে ৪৫ বছর পর সেই চুক্তির শর্তও ভেঙেছে। গুলি চলেছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল-এ।

4/5

চিনা সেনারা এবার মারণ অস্ত্র 'গুয়ানদাও ব্লেড' নিয়ে প্রকৃত সীমান্ত রেখা বরাবর অবস্থান করছে। অর্থাত্, পরিস্থিতি বেগতিক বুঝলে তারা ওই মারণ অস্ত্র ভারতীয় সেনা জওয়ানদের উপর প্রয়েগ করবে। 

5/5

মারণ অস্ত্র 'গুয়ানদাও ব্লেড' আসলে কী! ছুরির ফলার মতো ধারালে অস্ত্র লাগনো লাঠির ডগায়। ব্লেডের মতোই ধারালো ও তীক্ষ্ণ সেই অস্ত্র। চাইনিজ জেনারল গুয়ান ইউয়ের নামে এই অস্ত্রের নামকরণ বলে জানা যায়। এই অস্ত্রর অস্তিত্ব পাওয়া গিয়েছিল দুহাজার বছর আগেও।