Chris Gayle: বর্ধমানে ক্রিস গেইল ঝড়; দর্শকদের প্রবল হুড়োহুড়ি, পদপিষ্টের মতো পরিস্থিতি

Jan 29, 2023, 19:25 PM IST
1/5

টেনিস বলের ক্রিকেট প্রতিযোগিতায় ক্রিস গেইল। প্রাক্তন ক্যারিবিয়ান তারকাকে নিয়ে তোলপাড় বর্ধমান। পুলিসের ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে গেলেন দর্শকরা। চরম বিশৃঙ্খলায় পদপিষ্ট হওয়ার মতো তৈরি হল বর্ধমানের মালির মাঠে। তথ্য-অরূপ লাহা  

2/5

বর্ধমানের মতো ছোট শহরে ক্রিস গেইলের মতো তারকার উপস্থিতিই প্রথম দিকে বিশ্বাস করতে চাইছিলেন না সাধারণ মানুষজন। কিন্তু এনিয়ে নিশ্চিত হওয়ার পর থেকেই উত্তেজনা বাড়ছিল বর্ধমানে। আর তারই প্রতিফলন দেখা গেল রবিবার বর্ধমানের মালির মাঠে রাজনন্দিনী কাপে। তথ্য-অরূপ লাহা

3/5

টেনিস বলের এই প্রতিযোগিতায় অতীতে একাধিক তারকা ক্রিকেটার এসেছেন। কপিলদেব, লারা, গৌতম গম্ভীর সহ বহু ক্রিকেটার মালির মাঠে উপস্থিত থেকেছেন। চার দিন ধরে চলা এই টেনিস বলের প্রতিযোগিতার শেষ দিন গেইল এলেন বর্ধমানে। এনিয়ে সকাল থেকেই ক্রিকেট ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। তথ্য-অরূপ লাহা

4/5

দুপুরে কলকাতা থেকে ক্রিস গেইল খেলার মাঠে ঢোকার আগেই চরম বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। ঠেলাঠেলিতে বিরাট দুর্ঘটনা ঘটার মত পরিস্থিতি তৈরি হয়। রবিবার দুপুর ২টো নাগাদ বর্ধমানের মাটিতে পা দেন গেইল।  এদিন ছিল রাজনন্দিনী কাপের শেষ দিনের খেলা। সেই খেলার ফাঁকে হুড খোলা গাড়িতে তাঁকে মাঠ প্রদক্ষিণ করতে দেখা যায়। গেইলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিস মোতায়েন করা হয়। কিন্তু জনতার উন্মাদনার সামনে ভেঙে পড়ার জোগাড় নিরাপত্তা ব্যবস্থা। তথ্য-অরূপ লাহা

5/5

বর্ধমানে বেশ জাঁকজমকের সঙ্গে এই রাজনন্দিনী কাপ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয়। এর আগে এই প্রতিযোগিতায় কপিল দেব, গৌতম গম্ভীর, হরভজন সিং রা এসেছেন। সবাইকে চমক দিয়ে সেখানে এসেছিলেন 'ক্রিকেটের রাজপুত্র' ব্রায়ান লারাও। আর এবার এলেন গেইল । কোভিডের জন্য গত দু'ছর এই প্রতিযোগিতা স্থগিত ছিল। তবে এবার ফের জাঁকজমকভাবে ৪ দিনের এই ক্রিকেট কার্নিভালের আয়োজন করা হয়। তথ্য-অরূপ লাহা