CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে একবার দেখার ইচ্ছে, সাইকেলে মালদহ থেকে কালীঘাটে ছোট্ট সায়ন্তিকা

বৃহস্পতিবার সকালে হঠাৎ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে উপস্থিত খুদে সায়ন্তিকা। তাদের পারিবারিক স্বচ্ছলতাও এসেছে মুখ্যমন্ত্রীর জন্য। কারন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে সায়ন্তিকার পরিবার। 

May 26, 2022, 15:18 PM IST
1/6

মমতার সঙ্গে ছোট্ট সায়ন্তিকা

Mamata-Sayantika Meet 1

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীকে ও ভালবাসে। তাঁকে একবার কাছ থেকে দেখতে চায়। তাঁর আশীর্বাদ নিতে চায়। সেই তাগিদেই প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিল ছোট্ট মেয়েটা। সাইকেল চালিয়ে সটান কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত সে। আপ্রাণ ইচ্ছের কাছে বয়স যে কোনও বাধা নয়, তা প্রমাণ করল ছোট্ট সায়ন্তিকা।  

2/6

মমতার সঙ্গে ছোট্ট সায়ন্তিকা

Mamata-Sayantika Meet 2

সায়ন্তিকা দাস। বাড়ি মালদহ। দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। বাবা পেশায় গাড়ি চালক। অভাবের সংসার। তাদের প্রবল দারিদ্রের জীবনে আশার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের অভাবের সংসারে 'অন্নপূর্ণা' হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

3/6

মমতার সঙ্গে ছোট্ট সায়ন্তিকা

Mamata-Sayantika Meet 3

বৃহস্পতিবার সকালে হঠাৎ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে উপস্থিত খুদে সায়ন্তিকা। তাদের পারিবারিক স্বচ্ছলতাও এসেছে মুখ্যমন্ত্রীর জন্য। কারন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে সায়ন্তিকার পরিবার। 

4/6

মমতার সঙ্গে ছোট্ট সায়ন্তিকা

Mamata-Sayantika Meet 4

জানা গিয়েছে, রাজ্য সরকারের 'কন্যাশ্রী' প্রকল্পের জন্য সায়ন্তিকার দুই দিদি পড়াশোনা করতে পেরেছে। এক দিদির বিয়েও হয়েছে 'রূপশ্রী' প্রকল্পের টাকায়।  

5/6

মমতার সঙ্গে ছোট্ট সায়ন্তিকা

Mamata-Sayantika Meet 5

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নেয় সায়ন্তকা দাস। পছন্দের নেত্রীর হাতে আমসত্ত্ব ও আচার তুলে দেয় সে।

6/6

মমতার সঙ্গে ছোট্ট সায়ন্তিকা

Mamata-Sayantika Meet 6

দ্বিতীয় শ্রেণির খুদের হাতে উপহার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সায়ন্তিকার হাতে নিজের লেখা 'কবিতাবিতান' ছাড়াও, মিষ্টি, চকোলেট ও ব্যাগ তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামিদিনে উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে আশীর্বাদ করেন তিনি।