West Bengal Weather Update: কাঁপতে শুরু করেছে কলকাতা, কুয়াশামাখা পথের ধারেই তৈরি আগুন...

West Bengal Winter Season Update: আজ আলিপুরের তাপমাত্রা ১৪.৭ যেটা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা থেকে দু'ডিগ্রি কম।

| Dec 13, 2023, 18:25 PM IST

সন্দীপ প্রামাণিক:  পূর্বাভাস অনুযায়ীই কলকাতার পারদ নেমে এল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, বুধবার এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি, যা এই সময়ের স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি তাপমাত্রা নামল গোটা রাজ্যে। সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। জেলায় জেলায় শীতের স্পেল। ১০ ডিগ্রির নিচে নেমে গেল পশ্চিমের জেলার তাপমাত্রা। শীতের অনুকূল পরিস্থিতি গোটা দেশে। আজ থেকে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমবে। 

1/7

১৪.৭

আজ আলিপুরের তাপমাত্রা ১৪.৭ যেটা স্বাভাবিকের  থেকে ১ ডিগ্রি কম। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা থেকে দু'ডিগ্রি কম।

2/7

স্বাভাবিকের নীচে

এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে আছে।

3/7

আগামী দিনে

এটি বজায় থাকবে আগামী চার থেকে পাঁচ দিন। 

4/7

কমবে না উষ্ণতা

এরপরে খুব একটা তাপমাত্রা কমবে না কলকাতার ক্ষেত্রে। 

5/7

ঠান্ডাই বজায়

আগামীকাল হয়তো কলকাতা তাপমাত্রা ১৪ ডিগ্রি হবে। ঠান্ডা বজায় থাকবে। 

6/7

উত্তরে কুয়াশা

উত্তরবঙ্গে প্রথম ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

7/7

শীতের আমেজ

দক্ষিণবঙ্গেও হালকা কুয়াশা থাকবে। আগামী ৪/৫ দিন তাপমাত্রা কম থাকবে শীতের আমেজ বজায় থাকবে।