LPG Price in Kolkata: নতুন বছরের প্রথম দিন থেকেই আরও দামী গ্যাস সিলিন্ডার

Dec 31, 2022, 21:27 PM IST
1/5

রবিবার নতুন বছরে ব্যাঙ্কের লকার ভাড়া থেকে জিএসটির হার-বদলে যাচ্ছে অনেক কিছুই। পাশাপাশি বদল হচ্ছে গ্যাস সিলিন্ডারের দাম। -তথ্য-অয়ন ঘোষাল  

2/5

আশার কথা হল দাম বাড়ছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। -তথ্য-অয়ন ঘোষাল  

3/5

রবিবার থেকে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একই থাকছে। -তথ্য-অয়ন ঘোষাল 

4/5

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে ১৮৬৯.৫০ টাকা। অর্থাত্ ১৯ কেজির সিলিন্ডারের জন্য দিতে হবে শনিবারের থেকে ২৪ টাকা বেশি। -তথ্য-অয়ন ঘোষাল

5/5

অন্যদিকে, সাধারণ গ্য়াস সিলিন্ডারের দাম একই থাকছে। শনিবার ৩১ ডিসেম্বর  কলকাতায় ভর্তুকিহীন ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১০৭৯ টাকা। -তথ্য-অয়ন ঘোষাল