মৌসম বদলাতেই উত্তর মালদহে প্রার্থী ঘোষণা করে পাল্টা কংগ্রেসের
Jan 28, 2019, 21:57 PM IST
1/5
মৌমিতা চক্রবর্তী: মালদহ উত্তরের সাংসদ তৃণমূল শিবিরে নাম লেখাতেই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ল কংগ্রেস। আসন্ন লোকসভা ভোটে ওই কেন্দ্রে দলীয় প্রার্থী ঘোষণা করে পাল্টা দেওয়ার চেষ্টা করলেন সোমেন মিত্ররা।
2/5
গনি খান চৌধুরীর নামে মালদহে এখনও কংগ্রেস জেতে। সেই পারিবারিক পরিচয়েই মৌসমকে প্রার্থী করেছিল কংগ্রেস। ২০১৪ সালে জিতেছিলেন তিনি। তবে ২০১৯ সালে ভোটের আগে দলবদল করে নিলেন মৌসম। ওই কেন্দ্রে তিনিই তৃণমূল প্রার্থী হবেন বলে খবর।
photos
TRENDING NOW
3/5
লোকসভা ভোটের আগে দলের সাংসদের দলবদলের ধাক্কার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ বাঁচাতে ঘোষণা করে দেওয়া হল, উত্তর মালদহের কংগ্রেস প্রার্থীর নাম। আর এবারও গনি পরিবারের সদস্যকে নির্বাচন করা হল
4/5
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ঘোষণা করলেন, আবু হাসেম খান চৌধুরীর ছেলে ইশা খান চৌধুরী হচ্ছেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। ফলে আসন্ন ভোটে গনি পরিবারের নতুন প্রজন্মের দুই তরুণ তুর্কির লড়াই দেখতে পাবেন মালদহবাসী।
5/5
মৌসমের দলত্যাগে সোমেন মিত্রের প্রতিক্রিয়া, ''এটা দলের কোনও ক্ষতি নয়। কংগ্রেসের গরিমা অক্ষুন্ন থাকবে। ব্যক্তিগতভাবে আঘাত পেয়েছি। তলে তলে তৃণমূল নেতৃত্বের সঙ্গে মৌসম যোগাযোগ রাখছিল, সকালেই ফোন করেছিলাম। কিন্তু ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি বলে বাহানা দিয়ে ফোন কেটে দিয়েছিল। তখনই বুঝে গিয়েছিলাম''।