ভারত-বাংলাদেশের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হল পণ্যবাহী ট্রেন

Apr 03, 2018, 18:41 PM IST
1/8

Container_1

Container_1

ভারত-বাংলাদেশের মধ্যে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হল।

2/8

Container_2

Container_2

 মাঝেরহাট থেকে ছেড়ে গেদে, দর্শনা হয়ে বাংলাদেশে ঢুকবে এই ট্রেন। ঢাকা থেকে কলকাতার মধ্যে চলাচল করবে এই মালগাড়ি।

3/8

Container_3

Container_3

এ দিন ৩০টি পণ্যবাহী কোচ নিয়ে যাত্রা শুরু করে ট্রেনটি।

4/8

Container_4

Container_4

 ২৪ ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছে যাবে এই ট্রেন।

5/8

Container_5

Container_5

এদিন রেলপথে নিয়ে যাওয়া হচ্ছে সয়াবিন দানা। গবাদি পশুর খাদ্য হিসাবে তা ব্যবহার হবে বলে জানা গিয়েছে।

6/8

Container_6

Container_6

এই ভারত - বাংলাদেশের মধ্যে এই মালগাড়ি চলাচল দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

7/8

Container_7

Container_7

সামনেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। তিস্তা জলবণ্টনে হাসিনা সরকার উল্লেখযোগ্য সাফল্য না পাওয়ায়, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভে প্রলেপ দিতে এই উদ্যোগ অনেকটাই সফল হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

8/8

Container_8

Container_8

ভারতের দিকেও এই পরিকল্পনা ইতিবাচক ভূমিকা নেবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। রেলপথে পণ্য পরিবহণ থেকে আয় বাড়বে পূর্ব রেলের। প্রাথমিকভাবে কলকাতা থেকে ঢাকা ও কলকাতা থেকে খুলনার মধ্যে চলাচল করবে এই ট্রেন। পরে রাজশাহীতেও পরিষেবা চালু করার ভাবনা রয়েছে।