তন্ময় প্রামাণিক: করোনা চিকিৎসার একমাত্র উৎকর্ষ কেন্দ্র হিসেবে চিহ্নিত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। দিনরাত কাজ করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। কিন্তু সেখানেই চোখে পড়ছে চরম অনিয়ম।
2/5
হাসপাতালের জরুরি বিভাগের দরজায় পড়ে করোনা রোগীর ব্যবহৃত বর্জ্য থেকে শুরু করে অ্যাম্বুলেন্স কর্মীদের ব্যবহৃত ppe, মাস্ক, ক্যাপ। হাসপাতাল চত্বরে যত্রতত্র গড়াগড়ি যাচ্ছে করোনা চিকিৎসায় ব্যবহৃত জিনিস। আর তা থেকে বাড়ছে সংক্রমণে আশঙ্কা।
photos
TRENDING NOW
3/5
রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। কিন্তু তাতেও হুঁশ ফিরছে কি? হাসপাতাল চত্বরের ছবিটা কিন্তু অন্য কথাই বলছে।
4/5
প্রয়োজনীয় ডাস্টবিন পাশে উল্টে রেখে দেওয়া হয়েছে গলির মধ্যে। পড়ে থাকা এইসব ব্যবহৃত জিনিসপত্র থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে এমন আশঙ্কায় ভুগছেন সেখানে কাজ করা পুলিসকর্মী, চিকিৎসক থেকে শুরু করে হাসপাতাল আসা সাধারণ মানুষজনও।
5/5
জরুরি বিভাগ, করোনা রোগী ছাড়াও ইদানিং অন্যান্য রোগীরাও আসছে। সবমিলিয়ে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও বদলাচ্ছে না ছবি। দোষ কার? এ প্রশ্নের উত্তর নেই।