ফেব্রুয়ারিতেই ভারতে করোনার ভ্যাকসিন, দাম ৫০০-৬০০ টাকার মধ্যেই

Nov 23, 2020, 16:32 PM IST
1/5

আগামী বছরের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতেই মাত্র ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে কোভিড ভ্যাকসিন ভারতে।  

2/5

এই সুখবরেরই ইঙ্গিত মিলছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং অক্সফোর্ড সূত্রে।  

3/5

সেরাম ইন্সটিটিউড অফ ইন্ডিয়ার সূত্র উদ্ধৃত করে একটি সংবাদ সংস্থা জানিয়েছে, অক্সফোর্ড আস্ট্রা জেনেকা ভ্যাকসিন ব্রিটেনে চূড়ান্ত অনুমোদনের পরেই আসছে ভারতে।   

4/5

ভারী মাত্রায় ভ্যাকসিন আমদানি করলে দামেও মিলতে চলেছে বড়সড় ছাড়। প্রায় ৫০ শতাংশের কাছাকাছি।  

5/5

এই আমদানি করা ভ্যাকসিনের পাশাপাশি দেশীর প্রযুক্তিতে তৈরি ভারত বায়োটেক কো ভ্যাকসিনও মিলতে চলেছে ফেব্রুয়ারিতে. অর্থাৎ, ২০২১এর দ্বিতীয় মাস থেকেই দু-দুটি ভ্যাকসিন আসতে চলেছে দেশবাসীর নাগালে। ইঙ্গিত এমনটাই।