খরচ কমতে চলেছে Corona Vaccine-র, কত হবে নতুন দাম?

Mar 12, 2021, 10:06 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: করোনা টিকার দাম সাধ্যের মধ্যে আনতে তৎপর কেন্দ্র। ২৫০ টাকা থেকে কমতে চলেছে  দাম। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, কোভিশিল্ডের ডোজ় প্রতি দাম হতে পারে ২০০ টাকা। 

2/6

জানা গিয়েছে, কেন্দ্র প্রতি ডোজ এতদিন কিনত ২১০ টাকা করে। এখন সেই ডোজ কিনবে ১৫০ টাকায়। যার ফলে ভারতের বাজারে করোনার প্রতি ডোজের নতুন দাম হতে পারে ২০০ টাকা।   

3/6

বিদেশে টিকা পাঠালেও দেশে করোনার টিকার পর্যপ্ত পরিমামে রয়েছে বলে এদিনের বৈঠকে জানিয়েছেন স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। 

4/6

সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ আছে, বিশ্বের বৃহত্তম ভ্যাক্সিনেশন ড্রাইভ ভারতে প্রায় দুই কোটিরও বেশি মানুষ পেয়েছেন করোনভাইরাস ভ্যাকসিনের একটি ডোজ।

5/6

দ্বিতীয় পর্যায়ে ১ মার্চ থেকে ৬০ বছর ও বেশি বয়সীদের এবং ৪৫ বছরের বেশি যাঁদের অন্য শারীরিক সমস্যা আছে সেই comorbidity থাকা ব্যক্তিদেরও টিকা দেওয়া শুরু হয়েছে এই পর্যায়ে। প্রধানমন্ত্রী, রাজ্যপাল থেকে শুরু করে একাধিক জন প্রতিনিধি করোনো ভ্যাকসিন নিয়েছেন। 

6/6

একইসঙ্গে সাধারণ মানুষও টিকা নেওয়া শুরু করেছে। ঝড়ের গতিতে এগোচ্ছে টিকাদান।