কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ পার

Mon, 23 Nov 2020-11:46 pm,

গত শনিবার রাজ্যে করোনার শিকার হয়েছিলেন ৫৩ জন। রবিবার ওই সংখ্যা ছিল ৪৯। গত ২৪ ঘণ্টা তা আরও একটু কমে হল ৪৭। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ৮,০৭২। রবিবার মোট মৃতের সংখ্যা ৮ হাজার পার করেছিল।

রাজ্যে করোনা পরিস্থিতিতে এখন সবচেয়ে লক্ষ্যনীয় বিষয় হল দৈনিক সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজারের নীচে নেমে আসা। বেশ কিছুদিন রাজ্য়ে দৈনিক করোনাজয়ীর সংখ্যা ৪ হাজারের ওপরে থাকলেও গত চারদিন ধরে তা দৈনিক ৪ হাজারের নীচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টাতে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৩,৬৮৬ জন। বহুদিন ধরে এই সংস্যা ৪ হাজারের ওপরে ছিল।

গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫৫৭ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৪,৫৯,৯১৮ জন।

এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন মোট ৪,২৬,৮১৬ জন। সুস্থতার হার ৯২.৮০ শতাংশ।

কলকাতায় গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪৭ জন, মৃত্যু হয়েছে ১০ জনের। মহানগরীতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ১,০০,৭৫৬ জন। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত আক্রান্ত  ৯৫,০৭৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০৩ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link