বিভিন্ন রাজ্যে থেকে মুর্শিদাবাদে ফিরেছে বহু পরিযায়ী শ্রমিক। ফলে আতঙ্ক ছড়াছে জেলাতে। মানুষকে সচেতন করতে ও পথচলতি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করতে রাস্তায় নামলেন অধীর রঞ্জন চৌধুরী।
2/5
2
বুধবার সকালে বহরমপুরের গির্জা মোড় থেকে কান্দি বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত পায়ে হেঁটে পথচারী ও দোকানদারদের থার্মাল গানের সাহায্যে তাপমাত্রা পরীক্ষা করেন কংগ্রেস সাংসদ।
photos
TRENDING NOW
3/5
3
এলাকায় যেসব মানুষের মাস্ক নেই তাদের সচেতন করেন অধীর। অনেককে মাস্কও পরিয়ে দেন।
4/5
4
ভিন রাজ্যে আটকে থাকা পড়ুয়া ও শ্রমিকদের ঘরে ফেরারোন জন্যে কখনও রাজস্থান সরকার, কখনও খোদ অমিত শাহের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন বহরমপুরের সাংসদ। এও বলেছিলেন, ভিন রাজ্যে থাকা মানুষজনকে পশ্চিমবঙ্গ সীমান্ত পর্যন্ত পৌঁছে দেবেন। ঘরে ফেরার অনুমতি দিক রাজ্য সরকার।
5/5
5
মঙ্গলবার বিজেপির কর্মসূচি নিয়ে অমিত শাহকেও নিশানা করেন। গতকাল ছিল অমিত শাহের পশ্চিমবঙ্গে ভার্চুয়াল জনসভা। তাকে কটাক্ষ করে অধীর বলেন, " চারদিকে ভার্চুয়াল হচ্ছে,। একটু অ্যাকচুয়াল হোক! এখন রাজনীতি নয়। করোনার হাত থেকে বাংলাকে বাঁচানো সমস্ত রাজনৈতিক দলের প্রধান কর্তব্য হওয়া উচিত।"