দেশের এক চতুর্থাংশ মানুষই করোনা আক্রান্ত, সরকারি হিসেবের উল্টো কথা বলে চমক রৌহানির
Jul 19, 2020, 13:37 PM IST
1/5
সরকারি হিসেবের থেকে অন্তত একশো গুণ বেশি মানুষ করোনা আক্রান্ত। দেশের মানুষকে চমকে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি।
2/5
শনিবার এক টেলিভিশন অনুষ্ঠানে রৌহানি বলেন, ইরানের অন্তত ২.৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত। শুধু তাই নয়, এক সময় দেশের ৮ কোটি মানুষও করোনায় আক্রান্ত হয়ে পড়বেন।
photos
TRENDING NOW
3/5
ইরানের করোনাভাইরাস টাস্কফোর্সে সদস্যদের এক বৈঠকে রৌহানি বলেন, আগামী মাসেই দেশের ৩-৩.৫ কোটি মানুষ করোনা আক্রান্ত হয়ে পড়বেন।
4/5
5/5
উল্লেখ্য, ইরান সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত ২,৭০,০০০ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ইরানের বর্তমান জনসংখ্যা এখন ৮,৩৯,৯২,৯৪৯। অর্থাত্ প্রসিডেন্টের মতে প্রায় ২৫ শতাংশের বেশি মানুষ করোনা আক্রান্ত।