দেরিতে হলেও ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে খোলা হল করোনাভাইরাস হেল্প ডেস্ক

Feb 06, 2020, 18:43 PM IST
1/5

কমলাক্ষ ভট্টাচার্য: প্রতিটি আন্তর্জাতিক সীমান্তে করোনাভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। বসাতে বলা হয়েছিল মেডিকেল ক্যাম্প।

2/5

সেই মতো উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত বেশ কিছুদিন আগে মেডিকেল টিম পাঠানোর জন্য নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর থেকে, এমটাই  সূত্রের খবর।  কিন্তু সেখানেও দেখা যায় গাফিলতি। তবে দেরিতে হলেও আজ সকাল থেকে পেট্রাপোলে পৌঁছল

3/5

মেডিকেল টিম।  নোম্যানস ল্যান্ডে খোলা হয়েছে করোনাভাইরাস হেল্প ডেস্ক। বাংলাদেশ থেকে আসা প্রতিটি যাত্রীকে পরীক্ষা করে দেখা হচ্ছে কারো শরীরে করোনাভাইরাসের সংক্রমণ আছে কিনা। 

4/5

মূলত খতিয়ে দেখে নেওয়া হচ্ছে পাসপোর্ট। সাম্প্রতিক সময়ে চীন সফর কেউ করেছেন কিনা স্ট্যাম্প থাকলেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে হেল্প ডেক্স কিয়ক্সে। এছাড়াও কপালে থার্মাল স্ক্যানার ঠেকিয়ে বুঝে নেওয়া হচ্ছে জ্বরের উপসর্গ আছে কিনা।

5/5

খুলনা থেকে ভারতে আসা যাত্রী আল আমিন হোসেন বলেন,“দুদেশেরই সীমান্তে করোনা ভাইরাস নিয়ে বিশেষ তৎপরতা দেখলাম। সীমান্ত দিয়ে যাতায়াতকারী অধিকাংশই আমার মত মুখে মাস্ক ব্যাবহার করছেন।”