র্যাপিড টেস্ট কিটে করোনা পরীক্ষা আপাতত বন্ধ করে দিল কেন্দ্র
Apr 25, 2020, 22:10 PM IST
1/5
1
আপত্তি করেছিল একাধিক রাজ্যে। র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট নিয়ে আপত্তি করার সেই তালিকায় ছিল পশ্চিমবঙ্গও। এবার সেই কিট দিয়ে পরীক্ষা আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এমনটাই সূত্রের খবর।
2/5
2
মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফে বলা হয়, আপাতত ২ দিন ওই কিট ব্যবহার করা যাবে না। এখনও বলা হচ্ছে, ওই কিট পরীক্ষা করে দেখেই ছাড়পত্র দেবে আসিএমআর।
photos
TRENDING NOW
3/5
3
পশ্চিমবঙ্গে ওই কিট এসেছিল ১০,০০০। সেই কিট কাজে লাগিয়ে রাজ্যের রেড জোনগুলিতে করোনা পরীক্ষা করার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার বারে বারেই বলে আসছিল ওই কিটে সমস্যা রয়েছে। বাংলার পর ওই কিট নিয়ে আপত্তি করে রাজস্থানও।
4/5
4
আইসিএমআর সূত্রে খবর, চিন তৈরি ওই কিট এখন পরীক্ষা করে দেখছেন আইসিএমআর এর বিশেষজ্ঞরা। তবে ওই চিনা কোম্পানির দাবি, সমস্যা কিটে নেই। যেভাবে স্বাস্থ্যকর্মীরা তা ব্যবহার করছেন সেখানে সমস্যা রয়েছে।
5/5
5
ভারত ইতিমধ্যেই চিনের ওন্ডফো বায়োটেক ও লিভজন ডায়াগোনেস্টিক নামে দুটি সংস্থার কাছ থেকে ৫ লাখ ওই কিট কিনেছে। সেই কিট চলে গিয়েছে বিভিন্ন রাজ্যে। কিন্তু পরীক্ষায় বিভিন্ন জায়গায় ত্রুটি ধরা পড়ছে।