রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ৪ হাজারের নীচে, বাড়ল সুস্থতার হারও

বিজয়ার পরদিনই রাজ্যের করোনা মানচিত্রে ধরা পড়ল আশার ছবি। ২০ অক্টোবরের পর এই প্রথম রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল চার হাজারের নীচে। কমলো দৈনিক মৃতের সংখ্যাও।

Oct 27, 2020, 21:12 PM IST

বিজয়ার পরদিনই রাজ্যের করোনা মানচিত্রে ধরা পড়ল আশার ছবি। ২০ অক্টোবরের পর এই প্রথম রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল চার হাজারের নীচে। কমলো দৈনিক মৃতের সংখ্যাও।

1/5

বিজয়ার পরদিনই রাজ্যের করোনা মানচিত্রে ধরা পড়ল আশার ছবি। ২০ অক্টোবরের পর এই প্রথম রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল চার হাজারের নীচে। কমলো দৈনিক মৃতের সংখ্যাও।  

2/5

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯৫৭ জন। গতকাল এই সংখ্যা ছিল ৪,১২১। এনিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩,৫৭,৭৭৯।

3/5

গত একদিনে রাজ্যে করোনার শিকার হয়েছেন ৫৮ জন। গতকাল এই সংখ্যা ছিল ৫৯। এনিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হল মোট ৬,৬০৪ জনের।

4/5

আশা জাগাচ্ছে রাজ্যে সুস্থতার হার। গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ৩,৯১৭ করোনা রোগী। গতকাল সুস্থ হয়েছিলেন ৩,৮৮৯ জন। সবে মিলিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩,১৪,০০৩ জন। সুস্থতার হার ৮৭.৭৬ শতাংশ।

5/5

এদিকে, কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতির উন্নতির কোনও লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৮,৮৪ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। উত্তর ২৪ পরগনায় গত একদিনে আক্রান্ত ৮,৭৫ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।