করোনার ধাক্কায় ইউরোপে থমকে ফুটবল, মাঠে ফুটবল ফেরাতে মরিয়া ডাচ ফুটবল সংস্থা

Apr 09, 2020, 15:50 PM IST
1/5

করোনার ধাক্কায় থমকে ইউরোপের ফুটবল। বন্ধ প্রায় সব লিগ। ইতিমধ্যে বেলজিয়ান লিগে ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    

2/5

অসমাপ্ত লিগ চালু করার ব্যাপারে পরিকল্পনা শুরু করে দিল ডাচ ফুটবল ফেডারেশন। সব ঠিকঠাক চললে ১৯ জুন থেকে শুরু হতে পারে ডাচ লিগ। তবে সব ম্যাচে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

3/5

গত সপ্তাহেই আয়াক্স আমস্টারডাম, পিএস ভি আইন্দহোভেন সহ নেদারল্যান্ডসের সেরা তিনটি ক্লাব বেলজিয়ামের মতোই মরশুম শেষ করার দাবি তুলেছিল।

4/5

অসমাপ্ত লিগ পুনরায় চালু করতে মরিয়া ডাচ ফুটবল সংস্থা। সে ব্যাপারে আলোচনা করতে প্রথম ও দ্বিতীয় ডিভিশনে ক্লাব গুলোর পাশাপাশি ফুটবল সংস্থার কর্তারা কথা বলেন রেফারিদের প্রতিনিধি, সমর্থকদের অ্যাসোসিয়েশন আর ফুটবলারদের সংস্থার সঙ্গে।

5/5

সরকারি অনুমতি পাওয়া গেলে মে মাসের মাঝামাঝি থেকে অনুশীলনে নেমে পড়তে পারে ফুটবল ক্লাবগুলো। সব মিলিয়ে করোনা জয় করে মাঠে ফুটবল ফেরাতে মরিয়া ডাচ ফুটবল সংস্থা।