1/5
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
একলব্য অভিযোগ করেন ইন্দোরের ওই ক্যাফেতে হাজির হয়ে মুনাওয়ার এবং তাঁর সঙ্গীরা হিন্দুদের দেবদেবী নিয়ে অশালীন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও অপমান করেন তাঁরা। ওই অনুষ্ঠানের ভিডিয়ো ফুটেজ নিয়ে এরপর থানায় হাজির হয়ে মুনাওয়ারদের বিরুদ্ধে এফআইআর করেন একলব্য। যার জেরে জোর শোরগোল শুরু হয়ে যায়
5/5
অন্যদিকে ইন্দোরের ওই ঘটনার পর একটি ফুটেজ ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যেখানে মুনাওয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও একলব্য গউর ওই অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে অশালীন মন্তব্যের পরও মুনাওয়ার এবং তাঁর সঙ্গীদের মারধর করা হয়নি। মারধরের যে ভিডিয়ো ফুটেজটি প্রকাশ্যে আসে বলে জানানো হচ্ছে, সেটি ভুয়ো বলে দাবি করেন বিজেপি বিধায়কের ছেলে
photos