সুখবর! কাটা হবে না চালান, পুরনো লাইসেন্স, রেজিস্ট্রেশনেই চলবে গাড়ি

Jun 17, 2021, 19:34 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: এবার কোভিডের কথা মাথায় রেখে গাড়িচালক ও গাড়ির মালিকদের জন্য স্বস্তির খবর দিল কেন্দ্র। ড্রাইভিং লাইসেন্স (Driving License), গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Registration Certificate) , পারমিট ও অন্যান্য কাগজপত্র পুনর্নবীকরণের মেয়াদ বাড়ানো হল। বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক এই ঘোষণা করে।

2/5

কোভিডের জন্য এর আগে মেয়াদ বাড়িয়ে ৩০শে জুন করা হয়েছিল। তবে মাস শেষের অনেক আগেই স্বস্তি মিলল। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশনসহ অন্যন্য নথির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

3/5

এই ঘোষণার ফলে আপাতত পুরনো নথি ব্যবহার করেই গাড়ি চালানো যাবে। এর জন্য কোনো চালান কাটা হবে না। 

4/5

নির্দেশিকায় বলা হয়, 'যে সব নথির মেয়াদ ২০২০ সালের ১ ফেব্রুয়ারির পর থেকে বাতিল হয়েছে, অথবা ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর-এর মধ্যে বাতিল হতে চলেছে, সেগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে।'

5/5

পাশাপাশি মন্ত্রকের নির্দেশ, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবিষয়ে জানিয়ে দেয়। যত দ্রুত সম্ভব এই নির্দেশ বাস্তবায়ন করতে হবে যাতে জরুরি সময়ে যারা বের হচ্ছেন তাদের কোনো অসুবিধা না হয়।