কী ভাবে কেনা যাবে হাইড্রক্সিক্লোরোকুই? কী ভাবে মিলবে অনুমতি? জেনে নিন

| May 10, 2020, 15:30 PM IST
1/5

কী ভাবে কেনা যাবে হাইড্রক্সিক্লোরোকুই?

কী ভাবে কেনা যাবে হাইড্রক্সিক্লোরোকুই?

করোনাভাইরাস থেকে বাঁচতে আগাম সতর্কতা হিসাবে প্যারাসিটামল, অ্যালার্জির ওষুধ বা অন্যান্য পেইন কিলারের মতো হাইড্রোক্সাইক্লোরোকুইনও কি এলাকার ওষুধের দোকান থেকে কিনে রাখা যাবে? একেবারেই না। সঠিক মাত্রায় এই ওষুধ না খেলে শরীরে বিরুপ প্রতিক্রিয়াও হতে পারে।

2/5

কী ভাবে কেনা যাবে হাইড্রক্সিক্লোরোকুই?

কী ভাবে কেনা যাবে হাইড্রক্সিক্লোরোকুই?

অনেকের ক্ষেত্রে এই ওষুধটি খেলে বিঘ্নিত হতে পারে হার্টের ছন্দ। পাশাপাশি সোরিয়াসিসের মতো অসুখ বেড়ে যেতে পারে। এছাড়াও ত্বকের র‍্যাশ, চোখ জ্বালা করার মতো সমস্যা-সহ নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে কারা, কখন, কী ভাবে কিনতে পারবেন হাইড্রোক্সাইক্লোরোকুইন। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

3/5

কী ভাবে কেনা যাবে হাইড্রক্সিক্লোরোকুই?

কী ভাবে কেনা যাবে হাইড্রক্সিক্লোরোকুই?

কেন্দ্রীয় নির্দেশে বলা হয়েছে, প্রেসক্রিপশনে চিকিৎসকের নির্দেশ ছাড়া কোনও ভাবেই কাউকে হাইড্রোক্সাইক্লোরোকুইন বিক্রি করা যাবে না।

4/5

কী ভাবে কেনা যাবে হাইড্রক্সিক্লোরোকুই?

কী ভাবে কেনা যাবে হাইড্রক্সিক্লোরোকুই?

কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী, যে সব স্বাস্থ্যকর্মী সরাসরি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন বা ঝুঁকির মধ্যে কাজ করছেন, তাঁরা চাইলে নিজেদের পরিচয়পত্র-সহ ডিউটির বিস্তারিত কাগজপত্র দেখিয়ে হাইড্রোক্সাইক্লোরোকুইন কিনতে পারেন।

5/5

কী ভাবে কেনা যাবে হাইড্রক্সিক্লোরোকুই?

কী ভাবে কেনা যাবে হাইড্রক্সিক্লোরোকুই?

কেউ যদি কোনও ভাবে করোনা আক্রান্ত রোগীর পরিবারের প্রত্যক্ষ সংস্পর্শে এসে থাকেন, সে ক্ষেত্রে তিনি প্রেসক্রিপশনে লেখা চিকিৎসকের নির্দেশ দেখিয়ে হাইড্রোক্সাইক্লোরোকুইন কিনতে পারেন।