করোনা সংক্রমণ রুখতে হোমিওপ্যাথি ওষুধ! নাম জানাল কেন্দ্রের AYUSH মন্ত্রক

| May 03, 2020, 12:56 PM IST
1/5

করোনা সংক্রমণ রুখতে হোমিওপ্যাথি ওষুধ!

করোনা সংক্রমণ রুখতে হোমিওপ্যাথি ওষুধ!

এছাড়া ব্রায়োনিয়া অ্যালবা (Bryonia Alba), রাস টক্স (Rhus tox), বেলাডোনা গেলসেমিয়াম ইউপেটেরিয়াম (Belladonna Gelsemium Eupatorium) ইত্যাদি ওষুধ চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়া যেতে পারে।

2/5

করোনা সংক্রমণ রুখতে হোমিওপ্যাথি ওষুধ!

করোনা সংক্রমণ রুখতে হোমিওপ্যাথি ওষুধ!

AYUSH মন্ত্রকের ওই নির্দেশিকায় উল্লেখিত হোমিওপ্যাথি ওষুধের নাম আর্সেনিকাম অ্যালবাম ৩০সি (Arsenicum Album 30c)। এই ওষুধ খালিপেটে দিনে একবার করে পর পর তিন দিন খাবার পরামর্শ দেওয়া হয়েছে।

3/5

করোনা সংক্রমণ রুখতে হোমিওপ্যাথি ওষুধ!

করোনা সংক্রমণ রুখতে হোমিওপ্যাথি ওষুধ!

করোনার সংক্রমণ থেকে বাঁচতে প্রয়োজন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর নির্দেশিকায় উল্লেখিত আয়ুর্বেদিক, ইউনানি বা হোমিওপ্যাথি ওষুধগুলি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে বলে জানিয়েছে AYUSH মন্ত্রক।

4/5

করোনা সংক্রমণ রুখতে হোমিওপ্যাথি ওষুধ!

করোনা সংক্রমণ রুখতে হোমিওপ্যাথি ওষুধ!

আয়ুর্বেদিক, যোগাভ্যাস, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি— এই পাঁচ বিকল্প চিকিৎসা পদ্ধতির উপর নির্ভর করে এ বার করোনা মোকাবিলার পরামর্শ দিয়েছে কেন্দ্রের AYUSH মন্ত্রক।

5/5

করোনা সংক্রমণ রুখতে হোমিওপ্যাথি ওষুধ!

করোনা সংক্রমণ রুখতে হোমিওপ্যাথি ওষুধ!

সচেতনতা, আগাম সতর্কতার পাশাপাশি করোনা সংক্রমণ থেকে বাঁচতে ভারতীয় বিকল্প চিকিৎসা পদ্ধতির উপর ভরসা কেন্দ্রের AYUSH মন্ত্রকের।