Covid Vaccine: তরুণদের হঠাৎ মৃত্যুর সঙ্গে কোভিড টিকার কী সম্পর্ক? ICMR-এর সমীক্ষায় মিলল বড় আপডেট!

Tue, 21 Nov 2023-3:11 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিড টিকার সঙ্গে তরুণদের আকস্মিক মৃত্যুর কী কোনও সম্পর্ক রয়েছে? যদি কোনও যোগ থেকে থাকে, তবে তা কী? সেই নিয়ে চালানো হয়েছিল সমীক্ষা। আর তাতেই সামনে এল বড় আপডেট। মিলল গুরুত্বপূর্ণ তথ্য।

 

সমীক্ষা বলছে, করোনার টিকা তরুণদের মধ্যে আকস্মিক মৃত্যুর ঝুঁকি কমায়। ২০২১-এর ১ অক্টোবর থেকে ২০২৩-এর ৩১ মার্চ পর্যন্ত ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের উপর এই সমীক্ষা চালানো হয়। যারা কিনা মোটামুটি স্বাস্থ্যবান ছিলেন। কোনও জ্ঞাত কো-মরবিডিটি ছিল না। কিন্তু হঠাৎই কোনও এক কারণে তাঁদের আকস্মিক মৃত্যু ঘটে। 

 

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR-এর পক্ষ থেকে এই সমীক্ষা চালানো হয়। সমীক্ষার পর বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে উপনীত হন যে, কোভিড টিকা দেশের তরুণদের মধ্যে আকস্মিক মৃত্যুর ঝুঁকি বাড়ায় না। 

 

বরং যাঁরা-ই করোনার টিকার একটি হলেও ডোজ নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে সেই ঝুঁকি বরং কমেছে। আর যাঁরা দুটো ডোজ-ই নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে সেই ঝুঁকি বরং আরও অনেকটা কম। সিঙ্গল ডোজের থেকে এক্ষেত্রে 'প্রোটেকশন' আরও অনেকটাই বেশি। 

 

দেশের ৪৭টি হাসপাতালের মোট ৭২৯টি কেস নিয়ে এই সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় আকস্মিক মৃত্যুর ঝুঁকি যে সব কারণে বাড়ে, সেইরকম বেশ কিছু 'ফ্যাক্টর'কেও চিহ্নিত করা হয়েছে। 

 

যার মধ্যে রয়েছে, করোনার কারণে হাসপাতালে থাকা, পরিবারে পূর্বে আকস্মিক মৃত্যুর ঘটনা, মৃত্যুর ৪৮ ঘণ্টা আগে মাত্রাতিরিক্ত মদ্যপান, মাদক সেবন। 

 

পাশাপাশি অত্যধিক শারীরিক পরিশ্রমও বাড়াতে পারে আকস্মিক মৃত্য়ুর ঝুঁকি। অর্থাৎ তরুণদের আকস্মিক মৃত্যুর ঘটনার পিছনে কোভিড টিকা নয়, বরং দায়ী হতে পারে তাদের লাইফস্টাইল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link