করোনা 'রুখতে' ক্যাউপ্যাথি! গোমূত্র দিয়ে তৈরি স্যানিটাইজার বিকোচ্ছে হু হু করে

Mar 11, 2020, 11:38 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : গোমূত্র ও গোবরেই সারতে পারে করোনাভাইরাসে সংক্রমণ! এমনটাই দাবি করেছিলেন অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া।

2/5

আর ঠিক এমন সময়ই সামনে এল গোমূত্র হ্যান্ড স্যানিটাইজার ও ঘুঁটে দিয়ে তৈরি সাবানের কথা। 'কাউপ্যাথি' নামে সেই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ই-কমার্স সাইটে।

3/5

৫০ মিলিলিটারের ২টি হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ১০০ টাকায়। অন্যদিকে, অনলাইনে ২১০ টাকায় পাওয়া যাচ্ছে 'কাউপ্যাথি' সাবানের ৬ থেকে ৭টির প্যাক।

4/5

'কাউপ্যাথি' স্যানিটাইজারের বিবরণে লেখা,"দেশি গোরুর বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি হয়েছে এটি। একইসঙ্গে যাতে কোনও গন্ধ না বের হয়, সেজন্য এর সঙ্গে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গাজল মেশানো হয়েছে।"আরও বলা হয়েছে, "এতে কোনও অ্যালকোহল নেই। আপনার হাতকে এটা আর্দ্র ও কোমহল রাখবে।"  

5/5

যদিও, এই স্যানিটাইজার ও সাবার করোনাভাইরাসের সংক্রমণ 'রুখেছে' বলে হাতেকলমে কোনও প্রমাণ নেই! কিন্তু এই স্যানিটাইজার ও সাবার বিক্রি নিয়ে শুরু হয়েছে জোর চাঞ্চল্য।