রাজস্থানে বিজেপির সুবিধা করে দিতে ১০০ কোটি টাকা নিয়েছে কারাট শিবির: আবদুল্লাকুট্টি
Dec 14, 2018, 23:50 PM IST
1/7
ধর্মনিরপেক্ষ ভোট ভাগের জন্য বিজেপির থেকে টাকা খেয়েছে প্রকাশ কারাট শিবির। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কেরলের প্রাক্তন সিপিএম সাংসদ এপি আবদুল্লাকুট্টি।
2/7
১৯৯৯-২০০৯ সাল পর্যন্ত দুবার সিপিএমের টিকিটে কান্নুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন আবদুল্লাকুট্টি। তাঁর দাবি, রাজস্থানে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ ভোট ভাগ করে বিজেপির সুবিধা করে দিয়েছে সিপিএম। দিল্লির এক কমরেডের কাছ থেকে এমন তথ্য জানতে পেরেছেন তিনি।
photos
TRENDING NOW
3/7
এপি আবদুল্লাকুট্টি নিজের ফেসবুক পেজে দাবি করেছেন, ভোট ভাগ করার জন্য বিজেপির কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়েছে প্রকাশ কারাট শিবির।
4/7
তাঁর অভিযোগ, রাজস্থানের ২৮টি আসনে প্রার্থী দিয়েছিল সিপিএম। এর ফলে প্রায় ৪ লক্ষ ধর্মনিরপেক্ষ ভোট ভাগ হয়ে গিয়েছে। সিপিএম প্রার্থীর ভোট কাটার জন্য তিনটি কেন্দ্রে জিতে গিয়েছে বিজেপি।
তাঁর দাবি, বিভিন্ন জায়গায় জামানত বাঁচাতে পারেনি সিপিএম। কিন্তু ভোট কেটে বিজেপির সুবিধা করে দিয়েছে।
7/7
বলে রাখি, ২০০৯ সালে তাঁকে দল থেকে বহিষ্কৃত করে সিপিএম। পরে কংগ্রেসে যোগ দেন আবদুল্লাকুট্টি। কান্নুর বিধানসভায় কংগ্রেসের টিকিটে উপনির্বাচন জিতেছিলেন তিনি।