তারকাদের ‘ক্রিকেট-সংস্কার’! জানলে অবাক হবেন

Jun 01, 2018, 16:17 PM IST
1/10

অমিতাভ বচ্চন: বাড়ি থাকলে কখনই নিজে খেলা দেখেন না। পরিবারের বাকিদের থেকে লাইভ আপডেট নিতে থাকেন।

2/10

আমির খান: দেশের খেলা সবসময়ই মাঠে উপস্থিত হয়েই দেখেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

3/10

শাহরুখ খান: বলি বাদশা মনে করেন, তাঁর মেয়ে সুহানা কলকাতা দলের জন্য ‘পয়া’। কলকাতার ম্যাচ দেখতে সুহানা মাঠে হাজির হলে দল ম্যাচ জেতেই- এমনই বিশ্বাস শাহরুখ খানের।

4/10

প্রীতি জিন্টা: ভারতের খেলা হলেই দেশের জার্সি পরে খেলা দেখেন প্রীতি।

5/10

জুহি চাওলা: কলকাতার ম্যাচে সবসময়ই একই পোশাক পরেন। ভারতীয় দলের খেলা হলে দেশের জার্সি পরে থাকেন জুহি।

6/10

শিল্পা শেট্টি: রাজস্থানার ম্যাচে সবসময় একহাতে ২টি ঘড়ি পরেন শিল্পা। এমনকী, তিনি পা জোড়া করেও বসেন না ।

7/10

সুশান্ত সিং রাজপুত: বড় ম্যাচে কখনই দেশের জার্সি ছাড়া ম্যাচ দেখেন না সুশান্ত।

8/10

আদিত্য রায় কাপুর: একভাবে বসে খেলা দেখেন। যদি ম্যাচের ব্যাটন ভারতের পক্ষে না থাকে, অবস্থান বদল করেন আদিত্য।

9/10

সিদ্ধার্থ মালহোত্রা: নিজের বাড়িতে কখনই ভারতের ম্যাচ দেখেন না সিদ্ধার্থ।

10/10

শাবানা আজমি: বলিউডের এই খ্যাতনামা অভিনেত্রী তাঁর পরিবারের আর বাকিদের মতো একেবারেই ক্রিকেট অনুরাগী নন। তাঁর পরিবার তাঁকে ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘অমঙ্গলজনক’ মনে করে।