ট্রাকের ভিতর তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ! মিলল থরে থরে সাজানো কোটি টাকার সেগুন কাঠ

Dec 02, 2019, 20:03 PM IST
1/10

মৌপিয়া নন্দী : উদ্ধার হল কোটি টাকা মূল্যের সেগুন কাঠ।

2/10

৩১ নম্বর জাতীয় সড়কের উপর জলপাইগুড়ির ফাটাপুকুর এলাকা থেকে উদ্ধার হয় সেগুন কাঠের লগগুলি।

3/10

গোপন সূত্রে খবর পেয়ে জাল পেতেছিল বন দফতরের টাস্ক ফোর্স।

4/10

তারপর সন্দেহ হতেই দুটি ট্রাককে আটক করা হয়। সেই ট্রাকের ভিতর তল্লাশি চালাতেই উদ্ধার হল বিপুল পরিমাণ সেগুন কাঠ।

5/10

আটক করা হয়েছে রাজেশ দাস ও মাতব হুসেন নামে ২ ট্রাক চালককে।

6/10

জানা গিয়েছে, গুয়াহাটিতে ট্রাকগুলি লোড করা হয়েছিল।

7/10

সেগুন কাঠের লগগুলি কলকাতা নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল।

8/10

বন দফতরের প্রাথমিকভাবে অনুমান, মায়ানমার থেকে এই কাঠ পাচার করা হয়।

9/10

এর পিছনে আন্তর্জাতিক পাচারচক্রের ছায়া দেখছেন আধিকারিকরা। 

10/10

একইসঙ্গে টাস্ক ফোর্সের প্রধান বলেন, কিছু অসাধু সরকারি কর্মচারীর মদতেও জাল ছড়াচ্ছে পাচারচক্র।