Oil Price Jumps: ইরানের ক্ষেপণাস্ত্র আগুন জ্বালাল সারা বিশ্বেই! বাড়ল জ্বালানি তেলের দাম, মূল্যবৃদ্ধির আশঙ্কা ভারতেও...

Oil Price Jumps Due to Iran-Israel Conflict: ইজরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে মধ‌্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকদিন হল। আর এর জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল।

| Oct 03, 2024, 16:41 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানের ক্ষেপণাস্ত্র পুজোর মুখে অন্ধকার করে দিল বাঙালির মুখ। কীভাবে? আসলে বাড়তে চলেছে জ্বালানি তেলের দাম। ইজরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে মধ‌্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে গত কয়েকদিন হল। আর এরই জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল।  মধ্যপ্রাচ্যে বর্তমান অশান্ত পরিস্থিতির জেরে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাতেই এই দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে।

1/6

বিশ্ববাজারে

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব‌্যারেলে ১ ডলার বৃদ্ধি পেয়েছে। 

2/6

ভারতেও

এর কারণে ভারতের বাজারেও পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। 

3/6

৭৪.৮৪ ডলারে

গতকাল, বুধবার মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭০.১১ ডলারে উঠেছে। ওদিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি উঠে এসেছে ৭৪.৮৪ ডলারে। 

4/6

মার্কিন বাজারে

বুধবারই মার্কিন বাজারে এর প্রভাব দেখা গিয়েছে। টেক কোম্পানিগুলির শেয়ারের দর এর জেরে অনেকটা পড়েছে।

5/6

সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। দেশটি তেল উৎপাদনকারী দেশের সংস্থা ওপেকের তৃতীয় বৃহত্তম সদস্য।

6/6

৪ শতাংশ

ইরান বিশ্ব তেল উৎপাদনের প্রায় ৪ শতাংশ জোগান দেয়।