IPL 2020: ইতিহাসের দোরগোড়ায় ধোনি, আজ মাঠে নামলেই মাহির মুকুটে নতুন পালক

Oct 19, 2020, 15:52 PM IST
1/5

আজ আইপিএলে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি। আজ রাজস্থান রয়্যালসের কাছে হারলেই অঙ্কের বিচারে প্লে-অফে যাওয়ার যে টুকু আশা আছে তা কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে চেন্নাইয়ের।

2/5

আজ মাঠে নামলেই মাহির মুকুটে নতুন পালক। আইপিএলে ইতিহাসের দোরগোড়ায় ধোনি।  

3/5

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে আজ মাঠে নামলেই নতুন মাইলস্টোন স্পর্শ করবেন এমএসডি। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ তম ম্যাচ খেলার নজির করবেন ধোনি।

4/5

 আইপিএলে এখন পর্যন্ত ১৯৯ টি ম্যাচ খেলেছেন ধোনি। ১৯৯ ম্যাচে এমএসডি করেছেন ৪৫৬৮ রান। সর্বোচ্চ অপরাজিত ৮৪ রান।  

5/5

আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায়  ধোনির পরেই রয়েছেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তিনি ১৯৭ তম ম্যাচটি খেলেন।