Cyclone Biparjoy: প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিল 'বিপর্যয়', ত্রস্ত একাধিক রাজ্য
Jun 08, 2023, 07:56 AM IST
1/5
প্রবল তাপে পুড়েছে বাংলা। অন্যদিকে, আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয়-এর আশঙ্কায় কাঁপছে উপকূলবর্তী রাজ্যগুলো। আবহাওয়া দফতরের পূর্ভাবাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি খুব দ্রুত শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণঝড়ে রূপান্তরিত হয়েছে।
2/5
গত কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ঘণ্টা দশ কিলোমিটার বেগে এগিয়ে চলেছে। এটির গতিপথ উত্তরপশ্চিম দিকে। ফলে কেরলে বর্ষা ঢুকতে দেরি হলেও মহারাষ্ট্র ও গুজরাটে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
photos
TRENDING NOW
3/5
বর্তমান বিপর্যয় রয়েছে পোর বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিম। আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী গুজরাটে আছড়ে পড়তে পারে বিপর্যয়। ঝড়ের গতি হতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার কাছাকাছি। গতি বাড়তেও পারে। পরিস্থিতি মাথায় রেখে ত্রাণ ও উদ্ধারের ব্যবস্থা করে রেখেছে সরকার।
4/5
প্রবল বৃষ্টির কথা মাথায় রেখে সতর্ক মহরাষ্ট্র সরকারও। ঘূর্ণি ঝড়ের প্রভাব মুম্বই, থানে, পালঘরে টানা ৪ দিন বৃষ্টি হতে পারে। কর্ণাটক সরকারও ঝড় মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা নিয়ে রেখেছে।
5/5
আবহাওয়াবিদরা বলছেন, সাম্প্রতিক কালে আরব সাগরে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেড়েছে অন্তত ৫২ শতাংশ। অন্যদিকে, প্রবল ঘূরিণঝড়ের প্রবণা বেড়ে গিয়েছে ১৫০ শতাংশ