শুক্রবারই ওড়িশা উপকূলে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় 'ফণি'। আর তারপর তা বয়ে যাবে কলকাতার উপর দিয়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্র-শনি দুদিন ধরে শহরে চলবে 'ফণি'র তাণ্ডব।
2/7
'ফণি'র দাপটে দুদিন ব্যাপী প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের সময় শহরবাসী যাতে কোনও বিপদে না পড়ে, সর্তকতামূলক একাধিক আগাম নির্দেশিকা জারি করে কলকাতা পুরসভা।
photos
TRENDING NOW
3/7
কলকাতার রাস্তার উপর থাকা সমস্ত হোর্ডিং খোলার জন্য বিজ্ঞাপন সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
4/7
যেসব বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে, তাদের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।
5/7
রাস্তায় যাতে কোনও বিদ্যুতবাহী তার না পড়ে থাকে, জমে থাকা জলে বিদ্যুত্পৃষ্ট হয়ে যাতে কোনও বিপদ না ঘটে, সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।
6/7
পুরসভার আধিকারিক থেকে কর্মী, সবার সব ছুটি বাতিল করা হয়েছে। পুরসভার সঙ্গে বরো অফিসগুলিরও শনি ও রবিবারের ছুটি বাতিল করা হয়েছে।
7/7
প্রয়োজনে প্রভাবিত এলাকায় পুরসভার উদ্যোগে ৩ দিনের জন্য খাওয়া-দাওয়ার ব্যাবস্থা করা হচ্ছে।