খুলে ফেলা হল হোর্ডিং, বন্ধ হল শপিংমল, নিরাপত্তা বেষ্টনীতে কলকাতা

May 03, 2019, 18:23 PM IST
1/7

কলকাতা থেকে ৩৪০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়। বঙ্গে ধেয়ে আসছে ফণি, নিরাপত্তার মোড়কে শহর কলকাতা। 

2/7

যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলায় তৈরি হচ্ছে রাজ্য প্রশাসন। কলকাতার সবচেয়ে বড় নির্মিয়মান বাড়ি 'দ‍্য ৪২' খালি করার নির্দেশ।  

3/7

নির্দেশ মতো খুলে নেওয়া হয়েছে শহরের রাস্তার সমস্ত হোর্ডিং। 

4/7

নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক অফিসেও ছুটি ঘোষণা করা হয়েছে। ফিরে গিয়েছেন সমস্ত কর্মীরা। পাশাপাশি  জানানো হয়েছে আজ থেকে তিনদিন বন্ধ থাকবে ইকো পার্কের সমস্ত রাইড, বন্ধ থাকবে চিড়িয়াখানা। 

5/7

ইতিমধ্যেই শুনসান কলকাতা বিমানবন্দর, শিকল এবং বালির বস্তা দিয়ে আটকানো হচ্ছে ট্রলি। 

6/7

এক্সিস, কোয়েস্ট-সহ শহরের একাধিক শপিংমল বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। 

7/7

দোকানপাঠ বন্ধ করে দেওয়া হয়েছে নির্দেশ মতো। মাল্টিপ্লেক্সগুলোতে বাতিল হয়েছে শো।