ঝড়ের জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল একাধিক ট্রেন, বিক্ষোভ নিত্যযাত্রীদের

May 03, 2019, 17:04 PM IST
1/10

ওড়িশার দিক থেকে এবার রাজ্যের দিকে এগোচ্ছে ফণি। ফণির তাণ্ডবে লন্ডভন্ড চেহারা হয়েছে পুরী, গোপালপুর, ভুবনেশ্বরের।          

2/10

আতঙ্কে প্রমাদ গুনছেন এরাজ্যের মানুষও। ঝড়ের আশঙ্কায় বহু মানুষ আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছেন।  

3/10

অনেকের অফিস আবার তাড়াতাড়ি ছুটিও দিয়ে দেওয়া হয়েছে ঝড়ের জন্য। কিন্তু শিয়ালদা এসে ট্রেন পাচ্ছেন না নিত্যযাত্রীরা।  

4/10

কারণ শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঝড়ের জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় বহু লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

5/10

ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বারুইপুর সহ একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

6/10

ফলে যাঁরা তাড়াতাড়ি বাড়ি যাবেন ভাবছিলেন, তাঁরা এই মুহূর্তে প্ল্যাটফর্মেই অপেক্ষা করছেন।

7/10

এদিকে ট্রেন বাতিলের খবর পেতেই বিক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা।

8/10

বারাসত স্টেশনে বিক্ষোভ যাত্রীদের।

9/10

হাসনাবাদ লোকাল বাতিল হওয়ায় বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা।

10/10

ঘূর্ণিঝড় ফণি ক্রমশ রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। এই পরিস্থিতি সতর্কতামূল ব্যবস্থা হিসেবে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।