ঘূর্ণিঝড় 'ফণি'র আশঙ্কায় শুক্রবার থেকে বন্ধ হচ্ছে কলকাতার বিমান চলাচল
May 02, 2019, 19:40 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় ফণির জেরে বিপর্যস্ত হতে চলেছে রাজ্যের অসামরিক বিমান পরিবহণ। আগামিকাল অর্থাত্ শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে বন্ধ হতে চলেছে কলকাতা বিমানবন্দরের উড়ান চলাচল।
2/6
উড়ান পরিষেবা বন্ধ থাকবে পরের দিন অর্থাত্ শনিবার সন্ধে ৬ টা পর্যন্ত। সমস্ত বিমান সংস্থাকে যাত্রীদের টিকিট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
photos
TRENDING NOW
3/6
শনিবার সন্ধে ৬টার পর আকাশ দেখে উড়ান চলাচল চালু করার সিদ্ধান্ত নেবে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল।
4/6
ওডিশার ভূবনেশ্বর বিমানবন্দরে শনিবার উড়ান পরিষেবা বন্ধ করল গোএয়ার।
5/6
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু জানান, উদ্ধারকাজ ও ত্রাণ পৌঁছনোর জন্য সকল বিমান সংস্থার কাছে সহযোগিতার আবেদন করছি। উদ্ধারকাজ ও ত্রাণের জন্য আকাশপথে সব ধরনের সামগ্রী পাঠানো হবে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
6/6
ঘূর্ণিঝড় 'ফণি'র প্রভাবে শুক্রবার বিকেল থেকে পূর্ব-পশ্চিম মেদিনীপুরে শুরু হবে ঝড়বৃষ্টি। শনিবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমানে। ধীরে ধীরে বাড়তে থাকবে বৃষ্টিপাতের পরিমাণ।