Cyclone Hamoon: কালকেই ল্যান্ডফল হামুনের, বাংলায় কতখানি প্রভাব পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড়ের?

Oct 24, 2023, 15:57 PM IST
1/6

ঘূর্ণিঝড় হামুন!

Cyclone Hamoon

সন্দীপ প্রামাণিক: বাংলার উপকূল থেকে সরছে শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন। ফলে কমছে বাংলার উপকূলে এর প্রভাব।

2/6

ঘূর্ণিঝড় হামুন!

Cyclone Hamoon

হামুনের অভিমুখ রয়েছে বাংলাদেশের দিকে। আগামিকালই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে প্রবেশ করবে। বাংলাদেশে আগামিকালই ল্যান্ডফলের সম্ভাবনা। 

3/6

ঘূর্ণিঝড় হামুন!

Cyclone Hamoon

সুন্দরবনের দিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ ও কাল ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টি হবে। 

4/6

ঘূর্ণিঝড় হামুন!

Cyclone Hamoon

পশ্চিমবাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সমুদ্রে যেহেতু এর প্রভাব রয়েছে তাই পর্যটকদের সমুদ্রে নামতে মানা করা হয়েছে। 

5/6

ঘূর্ণিঝড় হামুন!

Cyclone Hamoon

সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদেরও। কলকাতায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা। 

6/6

ঘূর্ণিঝড় হামুন!

Cyclone Hamoon

সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ও সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী ৩ দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমবে।