Cyclone: শীত জাঁকিয়ে পড়ার আগেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, ফের দুর্যোগ নভেম্বরে
Nov 20, 2024, 11:28 AM IST
1/6
শীত এখনও তেমন জাঁকিয়ে পড়েনি রাজ্যে। তার মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কার কথা শোনাল দিল্লির মৌসম ভবন।
2/6
মৌসম ভবন বলছে ফের একটা ভারী দুর্যোগ পোয়াতে হতে পারে।
photos
TRENDING NOW
3/6
অক্টোবরে ওড়িশা ও বাংলা উপকুলে আছড়ে পড়েছিল ঘূরিণঝড় ডানা। তাতে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারও কি তেমন কিছু হবে? এখনই কিছু বলছে না আবহাওয়া দফতর।
4/6
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ২১ নভেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে আন্দামান সাগরে। ২২-২৩ নভেম্বরের মধ্যে তা প্রকট হতে পারে।
5/6
আবহাওয়া দফতরের আশঙ্কা ওই ঘূর্ণাবর্ত তীব্র হলে তা শেষপর্যন্ত গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে।
6/6
মৌসম ভবন বলছে, নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, তারপরে এটি আরও শক্তিশালী হবে এবং সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি অবশেষে ২৬ এবং ২৭ নভেম্বর শ্রীলঙ্কার উত্তরে ল্যান্ডফল করবে। এটির নাম হবে ফিনজাল।