West Bengal Weather Update: তীব্র ঝড়-বৃষ্টির আশঙ্কা! মিগজাউম সাইক্লোনে কি ডুববে পশ্চিমবঙ্গ?
West Bengal Weather Update | Cyclone Michaung: চেন্নাই তো ভাসছে! পশ্চিমবঙ্গও কি মিগজাউমের বৃষ্টিতে ডুববে? এই প্রশ্নটিই এখন মুখে-মুখে ফিরছে সকলের। মিগজাউম এই মুহূর্তে ৯০ কিলোমিটার পূর্ব এবং উত্তর-পূর্ব চেন্নাই এবং ৩০০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব বাপাতলায় অবস্থান করছে।
সন্দীপ প্রামাণিক: চেন্নাই তো ভাসছে! পশ্চিমবঙ্গও কি মিগজাউমের বৃষ্টিতে ডুববে? এই প্রশ্নটিই এখন মুখে-মুখে ফিরছে সকলের। যা জানা গিয়েছে তা হল, তীব্র ঘূর্ণিঝড় মিগজাউমের অবস্থান এই মুহূর্তে ৯০ কিলোমিটার পূর্ব এবং উত্তর-পূর্ব চেন্নাই এবং ৩০০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব বাপাতলা, ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব নেলোর। নেলোর এবং মছলিপটনাম-- এই দুটি জায়গার মাঝে বাপাতলা বলে জায়গাটি পড়ে। ঝড়টি এই বাপাতলা অতিক্রম করবে আগামীকাল ৫ ডিসেম্বরে। বাপাতলা অতিক্রম করার সময় ঝড়টির গতি থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।